Poem Hunter
Poems
প্রত্নরাত
SC (22/11/1977 / Raghunathpur, purulia west Bengal)

প্রত্নরাত

Poem By Soumen Chattopadhyay

সূর্যাস্তে দেখেছি রাজার মুকুট

বিপন্ন সন্ধ্যায় বুকের
গভীর ছায়াপথে নিরবিচ্ছিন্ন
নৈঃসঙ্গে নীলাভ বোধের জন্ম হয়

ছড়ানো রোদ্দুর শুষে নেয় জন্মের বিষাদ
দুর্দিনে মানুষ একে অপরকে ভালোবেসে অমোঘ
বিশ্বাসে ফসল উজাড় ক'রে নিঃস্ব হয়

কণ্ঠের আদিম ধ্বনি নাভির অতল হতে কেঁপে ওঠে

সান্ধ্যভাষা উড়ে আসে পশ্চিম শূন্যের প্রত্নরাতে

হৃৎপিণ্ডের গভীরে কম্পনে শিকড়
ছুঁয়েছি সমূহ ধ্বংসের দিনে

বিষন্ন গোধূলি বেলার ভূমিতে
শালিনীর অগভীর জলে
গভীর কুয়াশা ভাসে
প্রাচীন রাত্রির অদেখা বর্ণের বুকে

সুদূরের প্রান্তরে সকল গানের সুর
অতল গহ্বর হতে নাড়ী ছিঁড়ে
আকাশে ভেসেছে সেই সব প্রত্নরাতে

পশ্চিমের অন্ধকার শূন্যের অচিন পথে
তুমি এসেছো জন্মের আলোবোধ দিতে...

মহাজন্মের পবিত্র শিখার বিস্তৃতি
দুঃখের ভেতর সৃষ্টির বোধেরজন্ম দিয়েছিলো

সান্ধ্যভাষা উড়ে এসো
পূর্ণ করো এই জন্ম

User Rating: 5 / 5 ( 0 votes )

Pablo Neruda

If You Forget Me

Comments (0)

There is no comment submitted by members.


Comments