MB ( / )

অখন্ড পৃথিবীর খন্ড খন্ড ভূমি আমি মানুষ, তাই? ? ?

নিস্পলক ভয়
মায়ের চাদরে গাঁ ঢাকা
নিঃশব্দ মায়ের ছায়া
বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা
জন্মভূমির কুটিরে

রাতের অন্ধকার কেড়ে নেয়
সকল মায়া
সভ্যতার তীর ভেঙ্গে চুরমার
রক্তের উন্মাদ নৃত্য
আমার মানব শিশু
কেঁদে উঠে মায়ের আঁচলে
ভয়ের অশ্রু ভিজিয়ে দেয়
আমার মায়ের নিথর দেহ

অন্ধকারে পলায়মান দিশা
পঙ্গু সভ্যতার অন্য ভূ তে

অখন্ড পৃথিবীর খন্ড খন্ড ভূমি
আমি মানুষ, তাই? ? ?

by MAHTAB BANGALEE

Comments (1)

রক্তের উন্মাদ নৃত্য আমার মানব শিশু কেঁদে উঠে মায়ের আঁচলে ভয়ের অশ্রু ভিজিয়ে দেয় আমার মায়ের নিথর দেহ.......heart rending depiction that create a deep thought about our motherland and her innocent children. Brilliant poem brilliantly presented.10